কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইসিটি প্রকল্পে শামুকের গতিতে এগোচ্ছে বাংলা

www.tbsnews.net বিসিসি অডিটরিয়াম প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৪

বাংলা কম্পিউটিং চালুর মাধ্যমে বৈশ্বিক কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ প্লাটফর্মে বাংলা ভাষাকে অন্যতম সেরার পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) গৃহীত ১৫৯ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে ২০১৬ সাল থেকে। তিন বছরে ১৬টি সফটওয়্যার উন্নয়নের কথা থাকলেও আইপিএ কনভার্টার তথা ধ্বনি থেকে শব্দে রূপান্তরের মাত্র একটি সফটওয়্যার চালু করতেই চলে গেছে সাত বছর।


এর বাইরে ১০টি সফটওয়্যার উন্নয়নের কাজ বিভিন্ন পর্যায়ে চলমান থাকলেও পাঁচটির টেন্ডার প্রক্রিয়াই শেষ করতে পারেনি বিসিসি। এর ফলে প্রকল্পের কাজ কবে শেষ হবে, বা আদৌ শেষ হবে কি না এ নিয়ে সংশয় দেখা দিচ্ছে।


পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আইপিএ কনভার্টার, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর), সেন্টিমেন্ট এনালাইসিস ও স্পেল চেকার, টেক্সট টু স্পিচ (টিটিএস), স্পিচ টু টেক্সট (এসটিটি), মেশিন ট্রান্সলেশান, স্টাইলগাইড, স্কিন রিডার, কমন ডেটা রিপোসিটরি (সিএলডিআর), নতুন ফন্ট, ফন্ট কনভার্টার, সাইন রিকগনিশান ও নতুন কি-বোর্ড প্রণয়নের মতো বহুল প্রচলিত সফটওয়্যারের কাজ ২০১৯ সালের মধ্যেই শেষ করার কথা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও