কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে পারফিউমে খিদে বাড়ে

প্রথম আলো প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৩

বিভিন্ন চায়ের কোম্পানি কাজটা আগেই করেছে। নিজেদের বিখ্যাত সব চায়ের ঘ্রাণ বোতলবন্দী করে বাজারে ছেড়েছে তারা। বিশ্বখ্যাত মার্কিন ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডও তাদের বিভিন্ন খাবারের ঘ্রাণ বাজারজাত করেছে। বাদ যায়নি প্রিঙ্গেলস চিপসও। সেই তালিকায় এবার নাম তুলল ‘আইডাহো পটেটো’। মার্কিন এই ফুড ব্র্যান্ড মূলত আলুর তৈরি নানা রেসিপির জন্য বিখ্যাত। সেই আলুগুলো বিশেষ পদ্ধতিতে নিজেদের খামারে উৎপাদন করা হয়। ভালোবাসা দিবসে তারা বাজারে এনেছে তাদের বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাইয়ের ঘ্রাণ দিয়ে বানানো একটি পারফিউম।


ভালোবাসা দিবস সামনে রেখে সেটি বিক্রির জন্য বাজারে ছাড়া হয় ১ ফেব্রুয়ারি। মাত্র ১৮ দিনের মাথায় এ পারফিউম ‘আউট অব স্টক’। যাঁরা পারফিউমটি কেনার জন্য খোঁজ করছেন, তাঁদের কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে। এ কোম্পানি বুঝতে পারেনি যে পারফিউমটি মানুষ এতটা পছন্দ করবে। তারা এটি বাজারে এনেছিল তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিজ্ঞাপনের অংশ হিসেবে। কিন্তু ক্রেতারা বিষয়টি ‘সিরিয়াসলি’ নিয়েছেন। হু হু করে বিক্রি হয়েছে এই পারফিউম। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। সেখানে আইডাহো পটেটোর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি হিগহ্যাম বলেন, ‘এই পারফিউম ভালোবাসা দিবসের জন্য একটা দুর্দান্ত উপহার। বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইকে যাঁরা “না” করতে পারেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও