সপ্তাহের শুরুতেই ফের দুঃসংবাদ। সঙ্গীত দুনিয়ায় ফের ইন্দ্রপতন। চলে গেলেন বাংলা গানের স্বর্ণযুগের সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র-সহ সেই সময়ের কালজয়ী শিল্পীদের একাধিক গান সেজে উঠেছিল তাঁর গানে। হৈমন্তী শুক্লর কণ্ঠে বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুরকারও তিনিই। নেটমাধ্যমে বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়েছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী। রূপঙ্করের আফশোস, ‘চলে গেলেন মেসোমশাই!’