কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাইকোর পরিত্যক্ত কূপে গ্যাসের মূল্য এখন সাড়ে ৪ বিলিয়ন ডলার

বণিক বার্তা ছাতক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬

ছাতকের টেংরাটিলায় কানাডীয় কোম্পানি নাইকোর তত্ত্বাবধানে থাকা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটে ২০০৫ সালে। ক্ষতিপূরণ দাবির মামলায় ২০২০ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। ১৭ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এ গ্যাসক্ষেত্রে নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স।


বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, ছাতকে নাইকোর ফেলে যাওয়া কূপে ৪৪৭ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে। আন্তর্জাতিক বাজারমূল্য হিসাব করলে প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য ১০ ডলার ধরে মজুদ থাকা গ্যাসের আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৮ হাজার কোটি টাকা।


ক্ষেত্রটিতে মজুদ গ্যাস উত্তোলন করা সম্ভব হলে তা গ্যাস সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির মাধ্যমে বর্তমানে গ্যাস সংকট মোকাবেলা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও