কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাষাসংগ্রামের এক বিস্মৃত অধ্যায়

কালের কণ্ঠ আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২

আজ একুশে ফেব্রুয়ারি। সারা পৃথিবীর বাঙালি এই দিন শ্রদ্ধাভরে স্মরণ করেছে ভাষাসংগ্রামের শহীদদের। বাংলা ভাষা আজ আন্তর্জাতিকভাবে পরিচিত। একুশের গান ১৩-১৪টি ভাষায় সারা বিশ্বে গীত হয়।


বাংলাদেশ নামটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় আজ গুরুত্ব লাভ করেছে। এই ভাষাসংগ্রামে একটি বিস্মৃত অধ্যায় ভাষাসংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা। অনেকের ধারণা, ১৯৪৮ সালে যে ভাষাসংগ্রামের শুরু তিনি বুঝি শুধু তাতেই জড়িত ছিলেন, তা নয়। ভাষার লড়াইয়ে তিনি যুক্ত হন অবিভক্ত বাংলার রাজধানী কলকাতায় কলেজে পড়ার সময়। তখন ভাষা সম্পর্কিত এক বিতর্কে তিনি যোগ দিয়েছিলেন। এই বিতর্কে বাংলা ভাষার পক্ষে ছিলেন শেখ মুজিবুর রহমান, অন্যদিকে উর্দুর পক্ষে ছিলেন তাঁর সহপাঠী শাহ আজিজুর রহমান। কলেজের এই ভাষাবিষয়ক বিতর্কে শেখ মুজিব জয়ী হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও