You have reached your daily news limit

Please log in to continue


ভাষাসংগ্রামীর তালিকা আর কত দিনে

আজও ভাষাসংগ্রামীদের সঠিক তালিকা করা সম্ভব হয়নি-ভাষা আন্দোলনের ৭০ বছরের ইতিহাসে এটাই পরম সত্য। পাকিস্তানি সামরিক জান্তার কাছ থেকে জাতির অধিকার আদায়ের প্রথম লড়াইয়ের সংগ্রামীদের সঠিক তালিকা করা আজ আর সম্ভবও নয়। সেটি রীতিমতো দুরূহ একটি কাজ। ভাষাসংগ্রাম সারা দেশে হলেও সে ইতিহাস পূর্ণাঙ্গভাবে সংগ্রামীরাও লিপিবদ্ধ করেননি, তেমন সরকারি উদ্যোগও ছিল না। অন্যদিকে গবেষণা বা মাঠপর্যায়ে কাজের মাধ্যমেও তুলে আনা সম্ভব হয়নি ভাষাসংগ্রামীদের নাম।

বর্তমানে ৯৩ বছর বয়সি ভাষাসংগ্রামী আহমদ রফিক রোববার যুগান্তরকে বলেন, আজ ৭০ বছর পর যেখানে অধিকাংশ ভাষাসংগ্রামী ও প্রত্যক্ষদর্শী মারা গেছেন সেখানে এখন আর তালিকা তৈরির চেষ্টা ঠিক হবে বলে মনে করি না। যেহেতু তালিকা তৈরির বিষয়ে হাইকোর্টের নির্দেশ আছে, সে হিসাবে চেষ্টা হতে পারে কিন্তু কতটা সঠিক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাবে। কারণ ভাষাসংগ্রামীদের অনুপস্থিতিতে যে বা যারা তথ্য দেবেন তারা কতটা সঠিক তথ্য দিচ্ছেন সেটা যাচাই-বাছাই হবে কীভাবে? মনে রাখতে হবে, তালিকা তৈরি করতে গিয়ে যেন যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার নাম ঢুকে যাওয়ার মতো ঘটনা ভাষাসংগ্রামীদের তালিকার ক্ষেত্রেও না ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন