You have reached your daily news limit

Please log in to continue


ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণের আগুনে ঘুমন্ত ৩ ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ঘুমন্ত তিন ভাইবোন মারা গেছে। রোববার রাত সোয়া নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আল মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ৩ ভাইবোন হল-খাদিজা (৫), ছোট ভাই রায়হান (৩) ও ছোট বোন রাদিয়া (২)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন জানান, রাত সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন