হ্যাম রেডিয়োর সাহায্যে মিশন থেকে ঘরে ফেরা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৯

কলকাতার বিভিন্ন রাস্তায় পড়ে ছিলেন ওঁরা পাঁচ জন। সেখান থেকে অসহায় মানুষগুলির স্থান হয়েছিল পার্ক সার্কাসের চার নম্বর সেতুর কাছে মিশনারিজ় অব চ্যারিটির ‘প্রেমদান’ ক্যাম্পাসে। বেশ কয়েক বছর ধরে সেই ক্যাম্পাসই ছিল ওই পাঁচ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঠিকানা। অবশেষে খোঁজ মিলেছে তাঁদের পরিজনদের। সৌজন্যে হ্যাম রেডিয়ো। ‘ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব’-এর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, হ্যাম রেডিয়োর প্রযুক্তি কাজে লাগিয়ে এক দিনে পাঁচ জনের পরিবারের খোঁজ মেলে। এমন সাফল্য এই প্রথম।


ওই পাঁচ জনের মধ্যে দু’জন এ রাজ্যের বাসিন্দা। তাঁরা হলেন শেখ আশরাব (৩৫) ও আজিজুর (২২)। আশরাবের বাড়ি হাওড়ার সাঁকরাইলে। আজিজুরের মালদহের চাঁচলে। বাকি তিন জন ভিন্ রাজ্যের বাসিন্দা। তাঁদের মধ্যে মহেন্দ্রকুমার রবিদাসের (২১) বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে, সুভাষ সেনের (৬৫) বাড়ি অসমের শিলচরে ও স্বরূপকান্তি সিংহ (৪৩) অসমের করিমগঞ্জের বাসিন্দা। ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন আশরাব, আজিজুর ও মহেন্দ্র। সুভাষ এবং স্বরূপকান্তিও আপনজনের কাছে ফেরার অপেক্ষায়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও