অস্ত্র-গোলার মুখে থাকা পূর্ব ইউক্রেনে যা ঘটছে

প্রথম আলো ইউক্রেন প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:২০

গাছের মাথাগুলো কাঁপছে। কিছু একটা ছুটে আসছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের মারিনকা শহরের বাসিন্দা ভ্যালেন্তিনা গর্দেয়েভা যতক্ষণে বিষয়টি বুঝতে পারলেন, ততক্ষণে দেরি হয়ে গেছে। তিনি ছুটে গিয়ে কাছের একটি দোকানে আশ্রয় নিলেন। তাঁর বাঁ হাতের নরম মাংস ছিদ্র করে শক্ত ধাতব কিছু বেরিয়ে গেছে। ৬৫ বছর বয়সী এ নারী বলেন, ‘আমি একটা ব্যাগ ধরে ছিলাম। হাতে যন্ত্রণা টের পেলাম। তারপর ব্যাগ বেয়ে ছুটল রক্তধারা।’


ভ্যালেন্তিনার হাতের বুড়ো আঙুল আর কবজিতে এখন ব্যান্ডেজ বাঁধা। গত বৃহস্পতিবার রুশপন্থী বিদ্রোহীদের ছোড়া গুলিতে যে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন, তাঁদের একজন ভ্যালেন্তিনা। তিনি দাবি করেছেন, মারিনকায় বাস থামার যে স্থানটিতে তিনি গুলিবিদ্ধ হন, সেখানকার একটি স্কুল বিদ্রোহীদের আক্রমণে ধ্বংস হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও