
কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। কিন্তু এই কমিশন কিছু বিষয়ে সিদ্ধান্ত না দিয়েই বিদায় নিয়েছে বলে সেগুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ইভিএম সংক্রান্ত জটিলতাগুলোর একটি হলো-ইভিএম সংরক্ষণের জন্য গুদাম ভাড়ার প্রস্তাবে বিদায়ি কমিশনের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল এবং ৩৮ জেলায় সরকার নির্ধারিত হারে গুদাম ভাড়া পাওয়া যায়নি।
দ্বিতীয়টি হলো, ভোটগ্রহণে ধীরগতি কাটাতে বিকল্প প্রস্তাব এবং বিদ্যমান ইভিএমের মেয়াদ শেষ হয়ে গেলে করণীয় কী, তা নির্ধারণ। এসব জটিলতার নিষ্পত্তি কীভাবে হবে, সেজন্য ইসি সচিবালয় নতুন কমিশনের জন্য অপেক্ষা করছে। নতুন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতসংখ্যক আসনে ইভিএম ব্যবহার করা হবে, সেই পরিকল্পনা গ্রহণ।