![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftechnology%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsnapchat-20220220121304.jpg)
নাম পরিবর্তনের সুযোগ দেবে স্ন্যাপচ্যাট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩
বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে স্ন্যাপচ্যাট। নতুন নতুন ফিচার যুক্ত হওয়ায় এটি ব্যবহারেও এসেছে নতুনত্ব। এবার স্ন্যাপচ্যাট আনছে ব্যবহারকারীর নাম পরিবর্তনের সুবিধা।
স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের নামগুলো হয় একটু উদ্ভট ধরনের। যা শেয়ার করতে গিয়ে খানিকটা বিব্রত হতে হয় ব্যবহারকারীদের। তবে নাম পরিবর্তন করার একাধিক পন্থা থাকলেও, অ্যাপ থেকে ইউজারনেম বদলের কোনো সুবিধা ছিল না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইউজার
- নাম পরিবর্তন
- স্ন্যাপচ্যাট