নবিজী (সা.) শেষ বৈঠকে যেসব বিষয়ে আশ্রয় চাইতেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৫

নামাজের শেষ বৈঠকে আল্লাহর কাছে ৪টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনার কথা বলেছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ প্রার্থনায় আল্লাহর কাছে মানুষের বিনয়, অভাব, অধীনতা এবং দাসত্ব প্রকাশ করা হয়েছে। এটি সব নামাজির জন্য মোস্তাহাব আমল। সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত ফেতনার সৃষ্টি হয়েছে এবং হবে; তন্মধ্যে সবচেয়ে বড় ফেতনা থেকে মুক্তির আবেদনও রয়েছে এ দোয়ায়। হাদিসে পাকে এসেছে-


হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা কেউ যখন (নামাজের) তাশাহহুদ পড়বে তখন এ বলে ৪টি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে। তাহলো-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ


উচ্চারণ : ‘আল্লহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম ওয়া মিন আজাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।’


অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই। কবরের আজাব থেকে আশ্রয় চাই। জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই এবং মাসিহ দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই।’ (মুসলিম)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে