বাংলা ফন্ট বানায় ফন্টবিডি

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬

ফন্টবিডির যাত্রা শুরু হয়েছে ২০২০ সালের নভেম্বরে। এর শুরুটা হয় প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা শরীফ উদ্দিন শিশির এবং সহপ্রতিষ্ঠাতা ও অ্যাডভাইজার জায়েদ আহসানের হাত ধরে। পরে ধীরে ধীরে বড় হতে থাকে ফন্টবিডি পরিবার। বর্তমানে মূল দলের পাশাপাশি ডিজাইন টিমেই আছেন ৩২ জন ডিজাইনার।


মাত্র এক বছর তিন মাসের মধ্যেই তাঁরা বাজারে এনেছেন ১১৩টি ফন্ট, যা ডাউনলোড হয়েছে ৯ লাখ ৮৮ হাজার বারের বেশি। ফন্টবিডি টিমের ভাষ্য, তাদের কাজ শুরুই হচ্ছে মাত্র। আগামী পাঁচ বছরের মধ্যে তারা দেশীয় ফন্ট বাজারের শীর্ষে পৌঁছাতে চায়।


ফন্ট দুই ধরনের হয়ে থাকে—ইউনিকোড আর অ্যানসি। এর মধ্যে অ্যানসি ফন্টের প্রযুক্তি সবচেয়ে পুরনো, বেশির ভাগ আধুনিক ডিভাইসেই সেটি ইনস্টল করা থাকে না। বাংলা ভাষা ইউনিকোডের অংশ হিসেবে যুক্ত হওয়ার পর থেকে বিশ্বের প্রতিটি স্মার্ট ডিভাইসেই বাংলা ফন্ট ছড়িয়ে পড়ে। অ্যানসি ফন্টের প্রয়োজনীয়তা যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়; এখনো গ্রাফিক ডিজাইনিং ও প্রিন্ট মিডিয়ার অবিচ্ছেদ্য অংশ অ্যানসি ফন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও