রোহিঙ্গা গণহত্যার শুনানি সোমবার

বার্তা২৪ হেগ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮

আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি সোমবার (২১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে।


নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালত এক টুইট বার্তায় এ শুনানি সম্পর্কে অবহিত করেন। হেগের স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে শুনানি শুরু হবে। এ শুনানির দুটি পক্ষ হল গাম্বিয়া ও মিয়ানমার। নতুন প্রেক্ষাপটে মিয়ানমারের জান্তার প্রতিনিধিরা নতুন রাউন্ডের শুনানিতে অংশ নেবেন। রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটির গণহত্যার অভিযোগ শোনার জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতে তারা চ্যালেঞ্জ জানাবে বলে জানা গেছে। কোভিড-১৯ সংকটের কারণে একটি অনলাইন শুনানি শুরু হতে চলেছে।


২০১৯ সালে প্রথম গণশুনানিতে বর্তমানে জান্তার হাতে বন্দী অং সান সু মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তারপর থেকে সামরিক বাহিনী তাকে বন্দী করে রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও