আমদানি পণ্যের ভেতরে আসছে জাল রুপি

কালের কণ্ঠ চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮

আমদানি করা পণ্যের ভেতরে করে জাল রুপির চালান আসছে দেশে। এই তথ্য পেয়ে বিস্মিত খোদ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত বলছে, দেশের কিছু অসাধু আমদানিকারকের সঙ্গে যোগসাজশে পাকিস্তানের করাচি বন্দর থেকে শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনারে পণ্যের প্যাকেটে আসছে জাল রুপি। ওই জাল রুপি বন্দর পেরিয়ে পরে ডিলারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে।


সেই অর্থ প্রথমে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হয় বলে গ্রেপ্তারকৃতরা জানান। পরে তা হুন্ডি করে পাকিস্তানে পাঠানো হয়।


সম্প্রতি ১৫ লাখ জাল রুপিসহ আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা জানান, তাঁদের চক্রের প্রধান ফজলুর রহমান পাকিস্তানের করাচিতে অবস্থান করে দেশে ঘনিষ্ঠজনদের মাধ্যমে জাল মুদ্রার কারবার নিয়ন্ত্রণ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও