রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এলে যেসব পণ্যের সরবরাহ ঝুঁকিতে পড়বে
ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন ঘিরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারির একের পর এক হুঁশিয়ারি আসছে। নিষেধাজ্ঞা এলে দেশটির নানা পণ্যের সরবরাহ ও রপ্তানি ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দাবি, ইউক্রেনে হামলা চালাতেই সীমান্তে সেনা সমাবেশ করেছে ক্রেমলিন। এর জেরেই এসেছে নিষেধাজ্ঞার হুমকি। তবে রাশিয়া বলে আসছে, ইউক্রেনে হামলার কোনো ইচ্ছা নেই তাদের।
এদিকে নিষেধাজ্ঞার শঙ্কার মুখে এর মধ্যেই নিকেল ও অ্যালুমিনিয়ামের দাম কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। রাশিয়ার প্রধান প্রধান পণ্যের মধ্যে রয়েছে:
অ্যালুমিনিয়াম
২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর দেশটির নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এর জের ধরে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত এসব নিষেধাজ্ঞার আওতায় পড়েনি রাশিয়ার ধাতু নির্মাতা প্রতিষ্ঠানগুলো।