যৌনকর্মী বলে খোঁচা, তাড়িয়ে দেয় পরিবার, তবুও ন্যুড মডেলিং ছাড়েননি বেঙ্গালুরুর তরুণী

আনন্দবাজার (ভারত) বেঙ্গালুরু প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪

সন্ধ্যা সাড়ে ৭টা। বেঙ্গালুরুর একটি অভিজাত পাড়ার বসার ঘরে জড়ো হয়েছেন প্রায় এক ডজন শিল্পী। সকলেই প্রস্তুত নিজেদের ক্যানভাসের সামনে। তাঁদের সামনে নির্দিষ্ট ‘পোজ’-এ বসে পড়লেন এক তরুণী। পেলব দেহে সুতোর লেশমাত্র নেই। তা সত্ত্বেও বিন্দুমাত্র আড়ষ্ট নন। ঘণ্টা তিনেকের জন্য সে রকম সাবলীল ভঙ্গিমায় বসে থাকতে হবে তাঁকে। ধীরে ধীরে প্রতিটি ক্যানভাসে ফুটে উঠবে লিলিয়ান ডি’মেলোর নগ্ন দেহ।



লিলিয়ান পেশায় ন্যুড মডেল। শিল্পের খাতিরে যিনি পোশাক উন্মুক্ত করতে দ্বিধাবোধ করেন না। তিনি চিত্রশিল্পের পড়ুয়া, স্থাপত্যকার বা নামজাদা শিল্পীর সামনে তাঁদের সৃষ্টির প্রেরণা হয়ে বসেন।



বেঙ্গালুরুর গণ্ডি ছাড়িয়ে দেশবিদেশের শিল্পীমহলে বেশ পরিচিত নাম ২৫ বছরের লিলিয়ান। তবে সে পরিচিতি লাভের সঙ্গে মিশে রয়েছে তাঁর লড়াইয়ের কাহিনিও। নীতিপুলিশদের চোখরাঙানি থেকে নিজের পরিবারের কাছে ব্রাত্য হয়ে যাওয়ার গল্প। ন্যুড মডেল মানেই যে যৌনকর্মী— এ ধারণার মুখোমুখিও হওয়া। যে জন্য হারাতে হয়েছে ভাড়াবাড়ির আশ্রয়ও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে