জগন্নাথপুরে নারীর ছয় টুকরা লাশ উদ্ধার: তিনজন গ্রেপ্তার

প্রথম আলো সিআইডি সদর দফতর, ঢাকা প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪২

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ওষুধের দোকান থেকে শাহনাজ পারভীন জোৎস্নার (৩৫) ছয় টুকরা লাশ উদ্ধারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অভি মেডিকেল হলের মালিক এবং যাদব চন্দ্র গোপ ও অনিতা রানী গোপের ছেলে জিতেশ চন্দ্র গোপ (৩০), কিশোরগঞ্জের ইটনার মৃত রসময় চন্দ্র গোপ ও উত্তরা রানী গোপের ছেলে অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও নেত্রকোনার মোহনগঞ্জের পতিত পাবন গোপ ও অঞ্জলি রানী গোপের ছেলে অসীত গোপ (৩৬)। রাজধানীর ভাটারার নুরের চালা এলাকা থেকে জিতেশকে এবং জগন্নাথপুর পৌর এলাকা থেকে অনজিৎ ও অসীতকে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও