কে হচ্ছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক?
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯
গতবারের অধিনায়ক লোকেশ রাহুল এবার পাঞ্জাব কিংস দলে নেই। তিনি এবার লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের অধিনায়ক। আসন্ন আইপিএলের জন্য এখনো অধিনায়কের নাম জানায়নি পাঞ্জাব। তাহলে নেতৃত্বে দেবেন কে? এই প্রশ্নই ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে।
অধিনায়কত্বের দৌড়ে আছেন শিখর ধাওয়ান এবং মায়াঙ্ক আগারওয়াল। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার মোহিত বর্মন একটা ইঙ্গিত অবশ্য দিয়েছেন। মায়াঙ্ক গতবারেও ছিলেন পঞ্জাবে। তাকে আগেই ১২ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর নিলামে ৮.২৫ কোটি রুপিতে ধাওয়ানকে দলে নিয়েছে তারা। দুই ওপেনারের এক জনই যে নেতৃত্ব দেবেন তা নিশ্চিত।
মোহিত বলেছেন, ‘মায়াঙ্ক ২০১৮ থেকে আমাদের সঙ্গে রয়েছে। ২০২০ সাল থেকে ওপেনারের ভূমিকা পালন করছে। টানা খেলছে বলেই দায়িত্ব দেওয়া হচ্ছে। ’ তিনি আরো বলেছেন, ‘একজন সিনিয়র ক্রিকেটার নেতৃত্ব দেওয়ার আগে থেকেই দলের হয়ে খেলছে। আমার মনে হয় এটা একটা বড়া সুবিধা। ও কোচদের ভাবনা চিন্তা বুঝে। কোচদের সঙ্গে সম্পর্কও ভালো। সব বিভাগেই ভালো ভালো খেলোয়াড় রয়েছে, ওকে শুধু কিছু ধারণা দিতে হবে। ’