Job Satisfaction: রোজকার অফিস জীবনে বীতশ্রদ্ধ? কী করবেন
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৫
জীবন ধারণের জন্য এক এক জন মানুষকে বেছে নিতে হয় এক একটি পেশা। নিজের পছন্দ অনুযায়ী জীবিকা বেছে নেওয়ার সুযোগ থাকে না অনেকের কাছেই। ফলে দেখা যায়, একজন মানুষ দীর্ঘ দিন ধরে এমন একটি কাজ করে চলেছেন যা আদৌ ভালবাসেন না তিনি। আবার এমনও হতে পারে যে, কাজের পরিবেশটিই হয়তো ইতিবাচক নয়। অনেকে আবার ভোগেন একঘেয়েমিতেও। এই সব সমস্যার সমাধান হিসেবে চেষ্টা করে দেখতে পারেন নীচে উল্লিখিত পন্থাগুলি।
১। যদি কাজের অনুপ্রেরণা না পান, তবে আপনার কাজের এলাকায় নিজের জন্য কিছু ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক উদ্ধৃতি বা বার্তা পিন করা শুরু করুন। সর্বদা একটি পিন আপ বোর্ড রাখুন, যা আপনি চোখের সামনেই দেখতে পাবেন। এই জিনিসগুলি সাময়িক ভাবে কাজে উৎসাহ বোধ না করা মানুষকে কর্মমুখী হতে উৎসাহিত করে।
- ট্যাগ:
- লাইফ
- অনুপ্রেরণা
- অফিস