কাতারে ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে : রবার্তো মার্টিনেজ
ফিফা বিশ্বকাপ মূলত গ্রীষ্মকালীন সময়ে আয়োজিত হয়ে থাকে। কিন্তু ২০২২ ফিফা বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে কিছুটা শীত শীত আমেজে। ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ'। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই আসর এবার কাতারে আয়োজিত হওয়ায় সময়ের পরিবর্তন এনেছে ফিফা।
যেকারনেই এবারের বিশ্বকাপ ইতিহাসের সেরা বিশ্বকাপ হতে পারে মনে করছেন বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে কাতার বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন এই বেলজিয়ান কোচ। 'আন্তর্জাতিক পর্যায়ে সবসময় একটি হাহাকার ছিল যে আমরা যখন খেলোয়াড়দের পাই তখন তাঁরা ক্লান্ত থাকে। তবে এবারের বিশ্বকাপ এমন একটা সময় যখন খেলোয়াড়দের শারীরিক অবস্থা সর্বোত্তম পর্যায়ে থাকবে। মৌসুম শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর প্রত্যেকে এক হাজার মিনিট খেলার মধ্যে থাকবে - এটি খেলোয়াড়দের তাদের জাতীয় দলের হয়ে খেলার জন্য উপযুক্ত মুহূর্ত। '