![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893353395.jpg&path=/uploads/news/2022/Feb/19/1645263174252.jpg&width=600&height=315&top=271)
শাহজালাল বিমানবন্দরে ব্যবহার করা হবে বার্জারের পণ্য
সম্প্রতি আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনস লিমিটেডের (এএমসিএল) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। এই চুক্তির আওতায় শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ডটি এএমসিএল’র মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৩য় টার্মিনাল) সম্প্রসারণ প্রকল্পে সকল প্রকার পেইন্ট ও কনস্ট্রাকশন কেমিক্যাল সল্যুশন প্রদান করবে।
বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসীন হাবিব চৌধুরী এবং এএমসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।