ভোলা শহর রক্ষা বাঁধে ফের ধস
ভোলা শহর রক্ষা বাঁধে আবার ধস দেখা দিয়েছে। তীর সংরক্ষণ ব্লক বাঁধের তুলাতুলি এলাকার দুই কিলোমিটার অংশ ধসে মাটি বের হয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের অভিযোগ, ধসে যাওয়া বাঁধে নতুন করে ব্লক না দিয়ে বালুভর্তি বস্তা ফেলে নামকাওয়াস্তে সংস্কার করা হয়েছে। ফলে কয়েক মাস পরই আবার তা ধসে যাচ্ছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় ভোলা শহরে পানি ঢোকার আশঙ্কা রয়েছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ (পাউবো) সূত্র জানায়, মেঘনা নদীর তীরে ভাঙন ঠেকাতে ১৯৯৮-২০০৪ সালে দুই দফায় তুলাতুলি মুন্সিবাড়ি (শাহবাজপুর পর্যটনকেন্দ্র) থেকে উত্তরে বালিয়াকান্দি দফাদারবাড়ি পর্যন্ত ৩ হাজার ৩০০ মিটার ব্লক বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের প্রস্থ ছিল ৩৪ মিটার। ভোলা সদর উপজেলার শিবপুর, ধনিয়া, কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের চরমোহাম্মাদ আলীর পশ্চিমপাড় পর্যন্ত ভোলা শহর রক্ষা বাঁধ (বন্যা নিয়ন্ত্রণ বাঁধ) ধরা হয়। যার দৈর্ঘ্য প্রায় ২৩ কিলোমিটার। এর মধ্যে মাত্র আট কিলোমিটারে মেঘনা তীর সংরক্ষণ ব্লক বাঁধ রয়েছে। আরও ১৫ কিলোমিটারে ব্লক বাঁধ দরকার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শহর রক্ষা বাঁধ
- বাঁধ ভাঙ্গন