করেছিলেন পদত্যাগ, হঠাৎ কোন জাদুতে সিদ্ধান্ত বদলালেন রোজিনা?
গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগের ঘোষণা দেন আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনের বরাবর ই-মেইল মারফত তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে অভিনেত্রী তার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করবেন।
কিন্তু হঠাৎ কী এমন ঘটল, বা কার আশ্বাসে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেলেন রোজিনা? যে বিরক্তি নিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, কোন জাদুতে তা দূরীভূত হয়ে গেল? এ প্রসঙ্গে রোজিনা জানিয়েছেন, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী জায়েদ খানের দেওয়া আশ্বাসে তিনি পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেত্রীর কথায়, ‘জায়েদ খান আমাকে বলেছে, সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। এরকম হলে তো সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই। তাই পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’