টনসিলের ইনফেশন হলে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৮

গলায় ব্যথা হলেই সাধারণত ধরে নেওয়া হয় টনসিলে ইনফেকশন হয়েছে। টনসিল হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধকারী অঙ্গ এবং এগুলো মুখের ভেতরে কয়েকটি গ্রুপে অবস্থান নেয়। এগুলোকে প্যালাটাইন, লিংগুয়াল, টিউবাল ও অ্যাডেনয়েড টনসিল বলে। সাধারণত প্যালাটাইন টনসিলই সাধারণ মানুষের কাছে টনসিল হিসেবে পরিচিত।


টনসিলের ইনফেকশন বা টনসিলাইটিস শিশু এবং বাচ্চাদের বেশি হলেও এটি যেকোনো বয়সেই হতে পারে।


এই ইনফেকশন সাধারণত দুই ধরনের হয়—তীব্র বা হঠাৎ প্রদাহ এবং দীর্ঘমেয়াদি প্রদাহ।


কখনো কখনো টনসিলের চারপাশে ফোড়া হতে পারে। এ ক্ষেত্রে তৎক্ষণাৎ লোকাল অ্যানেসথেসিয়ার মাধ্যমে পুঁজ বের করে দিতে হয় এবং পরে এক থেকে দেড় মাস পর অপারেশন করে টনসিল ফেলে দিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও