কুয়ায় পড়া আফগান বালকের মৃত্যু
আফগানিস্তানে কুয়ায় পড়ে যাওয়া এক বালককে বাঁচাতে উদ্ধারকর্মীরা দিন-রাত পরিশ্রম করলেও শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হতে হয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকালে ছয় বছরের শিশুটিকে কুয়া থেকে বের করে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।
মারা যাওয়া হায়দারের পরিবার দক্ষিণের জাবুল প্রদেশের শকাক গ্রামে বসবাস করে। গত মঙ্গলবার হায়দার রাস্তা থেকে পিছলে একটি সরু ৮০ ফুট গভীর গর্তে পড়ে যায়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি পশতু জানায়, ৮০ ফুট গভীর গর্তের নিচে পড়ে গেলেও শিশুটি সেখানে নড়াচড়া করতে পারছিল। কিন্তু স্থানীয় কয়েকজন দড়ি দিয়ে তাকে গর্ত থেকে তুলে আনার চেষ্টা করতে গিয়ে পরিস্থিতি খারাপ করে ফেলে।