বিপিএল ফাইনালে টিকেট নিয়ে হাহাকার, কালোবাজারিদের রাজত্ব
দর্শক নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণে সেটা হয়নি। দর্শকশূন্য গ্যালারিতে খেলা হয় ঘরোয়া টি-টোয়েন্টি আসরটির। এর মধ্যে করোনা সংক্রমণের হার কমে আসায় প্লে-অফ পর্ব থেকে সীমিত আকারে খোলা হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি।
দুটি কোয়ালিফায়ার ও এক এলিমিনেটর ম্যাচে মাঠে বসে খেলা দেখার সুযোগ পান কয়েক হাজার দর্শক। তখন থেকেই টিকেট নিয়ে দর্শকদের মাঝে বিপুল আগ্রহ দেখা যায়। তবে সব ছাড়িয়ে গেছে ফাইনালের দিন। শুক্রবার ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার শিরোপা লড়াইয়ের ম্যাচে মিরপুর স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে।
ঢল নামলেও অনেক দর্শককেই হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ফাইনালের জন্য ৪ হাজার টিকেট ছাপানো হয়েছে। এই টিকেট আবার সাধারণ দর্শকদের কাছে সরাসরি বিক্রির জন্যও নয়। যে কারণে গ্যালারির চেয়ে স্টেডিয়ামের বাইরেই বেশি দর্শকের ভিড় দেখা গেছে। মিলেছে কালোবাজারিতে টিকেট বিক্রির প্রমাণও।