মঙ্গলের বুকে বছরপূর্তি পার্সিভিয়ারেন্স রোভারের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮
ঠিক এক বছর আগে নাসার মার্স পার্সিভিয়ারেন্স রোভার নেমেছিল মঙ্গলে। আর এই শুক্রবার লাল গ্রহে সেটি উদযাপন করছে ‘ল্যান্ডভার্সারি’।
মঙ্গলের বুকে এই এক বছরকে “চালু আর বন্ধ হওয়ার মধ্যেই লাল গ্রহে প্রাণের সন্ধান অভিযান” বলে বর্ণনা করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।
পার্সিভিয়ারেন্স রোভারটি ১৯ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে (মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় হিসেবে ১৮ ফেব্রুয়ারি, বেলা ৩:৫৫ মিনিট) মঙ্গলগ্রহের জেজেরো ক্রেটারে বাংলাদেশ সময় রাত ২:৫৫ মিনিটে অবতরণ করেছিল। এটি প্রাচীন একটি হ্রদ বলেই গ্রহটিতে বিলুপ্ত প্রাণের চিহ্ন খুঁজে পেতে সবচেয়ে সম্ভাবনাময় জায়গা বলে বিবেচনা করেছে নাসা।