কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শহীদ মিনারে ফুল দিতে গেলে টিকার সনদ আনতে অনুরোধ ঢাবি উপাচার্যের

প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৪

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা সবাইকে করোনা টিকার সনদ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি জানান, করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের মতো এবারও সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুজন একসঙ্গে শহীদ মিনারে ফুল দিতে পারবেন।


অমর একুশে উদ্‌যাপন সামনে রেখে আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে একুশে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান উপাচার্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও