সাধারণ মাথা ব্যথা এবং ওমিক্রন সংক্রমণে মাথা ব্যথার তফাৎ বুঝবেন কী ভাবে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭

২০২০ সাল থেকে যে ভাইরাসের সঙ্গে পৃথিবী লড়ে চলেছে, বর্তমানে তার সংক্রমণের হার অনেক বেশি হলেও উপসর্গ আগের চাইতে মৃদু। তবেকোভিডের নয়া রূপ ওমিক্রন, ডেল্টার চেয়েও অনেক বেশি সংক্রামক। বিগত তিন মাসে করোনার এই নতুন রূপটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।


তবে ওমিক্রনের উপসর্গগুলি সাধারণ ঠান্ডা লাগার মতোই। বেশির ভাগ ক্ষেত্রেই সর্দি-কাশি, গলা ব্যথা, ক্লান্তি, বুকে ব্যথা, মাথা ব্যথার মতো কিছু সাধারণ এবং মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। আর সমস্যার সৃষ্টি হচ্ছে এখানেই। শারীরিক এই উপসর্গগুলিকে অনেকেই শীতকালীন ঠান্ডা লাগা ভেবে এড়িয়ে যাচ্ছেন। চিকিৎসকরা সতর্ক করেছেন, এই পরিস্থিতিতে ঠান্ডালাগাজনিত যেকোনও উপসর্গ এড়িয়ে যাওয়া উচিত হবে না। এমনকি, মাথা ব্যথার মতো সমস্যাও নয়। ওমিক্রনে মাথা ব্যথাও একটি অন্যতম উপসর্গ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও