![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/02/online/photos/Untitled-116-samakal-620eb9a5c7b0f.jpg)
বাংলাদেশ হয়ে হলদিয়া-আসাম রুটে জাহাজ চলাচল শুরু
সমকাল
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫
ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশ হয়ে আসামের পান্ডু পর্যন্ত নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। টাটা স্টিলের পরিশোধিত স্টিল পণ্যের চালান নিয়ে দুটি বার্জ বুধবার পান্ডুর উদ্দেশে যাত্রা করছে। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও নৌপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর উদ্বোধন করেন। ভারতের ইকোনমিক টাইমস ও কলকাতার টেলিগ্রাফ এ খবর দিয়েছে।
এ উপলক্ষে বক্তৃতায় সোনোয়াল বলেন, নতুন এ নৌপথ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং বাংলাদেশের মধ্যে সহজ পরিবহনের সুবিধা দেবে। নতুন জলপথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ চলাচল করবে। এতে পর্যটন শিল্প আরও চাঙ্গা হবে।