You have reached your daily news limit

Please log in to continue


এই শীতে ব্রিটেন হারাল ৪০ লক্ষাধিক গাছ

এই শীতে মৌসুমী ঝড়ের যে মর্মান্তিক গল্পটি বলা হয়নি, সেটি হলো বহু গাছের মৃত্যু! ব্রিটেনে ঝড়ের দাপটে এ মৌসুমে ৪০ লাখের বেশি গাছ উপড়ে পড়েছে। আরও দুটি শীতকালীন ঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। 

বন ব্যবস্থাপকেরা সতর্ক করেছেন, এরই মধ্যে ঝড়ে বিপর্যস্ত প্রকৃতি। আসছে ডুডলি এবং ইউনিসের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 

ফরেস্ট রেঞ্জার রিচার্ড ট্যানার বলেন, যারা কখনো সত্যিকারের যুদ্ধক্ষেত্র দেখেননি, উইন্ডারমেরের পশ্চিম তীর এখন তাঁদের অভিজ্ঞতা নেওয়ার একটি ক্ষেত্র। সেখানে যান, তাহলে আপনারা যুদ্ধের দৃশ্যই দেখতে পাবেন। মনে হবে যেন বোমা ফেলা হয়েছে। চারদিকে পতিত গাছের বিশাল শিকড়ের ঝাড়, কিছু জায়গায় দুমড়ে মুচড়ে পড়ে আছে বিশাল বিশাল গাছ। কিছু গাছ মাটি থেকে উপড়ে গিয়ে পাথরের ওপর পড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। একটা জায়গাতেই আমরা হাজার হাজার গাছ হারিয়েছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন