কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রঙতুলিতে রঙিন হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ

বাংলা ট্রিবিউন কেন্দ্রীয় শহীদ মিনার প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৬

মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রঙিন হয়ে উঠছে শিল্পীর রঙতুলিতে। শহীদ মিনারের পাঁচটি স্তম্ভ এবং বেদী ধুয়েমুছে রঙ করা হয়েছে। আশেপাশের দেয়ালেও লেগেছে রঙ। এর ওপর আল্পনা করছেন শিল্পীরা। একইসঙ্গে লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং কবিতার বিশেষ পঙক্তি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে এসব দৃশ্য দেখা গেছে।


ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে যুক্ত থাকতে পেরে গর্বিত চারুকলা সংশ্লিষ্টরা। অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষক কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও আশেপাশের দেয়ালে আমরা রঙ-আল্পনা করে থাকি। এর মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব ফুটে ওঠে। চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা এসব কাজে যুক্ত থাকেন। যারা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছেন তাদের স্মৃতির উদ্দেশে এতটুকু করতে না পারলে তো সাধারণ নাগরিক হিসেবে নিজেকে ব্যর্থ মনে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও