![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F02%2F17%2FIMG-20220217-WA0040-9fc17a476d3b501754d2e11edd56dbe6.jpg%3Fjadewits_media_id%3D776184)
পশ্চিমবঙ্গে তিনটি ট্রলারসহ ৮৮ বাংলাদেশি জেলে আটক
অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় তিনটি ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে। রাজ্যটির দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার আটকের পর বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। তাদেরকে হোমে পাঠানো হয়েছে। বাকি ৮৩ জনকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে মাছ ধরা ও বিদেশি অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে।