বিশ্বকে বিভ্রান্ত করছে রাশিয়া: ন্যাটো

বাংলা ট্রিবিউন ইউক্রেন প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪

ইউক্রেন সীমান্ত সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছে ন্যাটো জোট। পশ্চিমা দেশগুলোর সামরিক জোটটির দাবি সেনা প্রত্যাহারের বদলে নতুন করে আরও সাত হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার জোটটি সতর্ক করে দিয়ে বলেছে, নতুন সেনাসমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জোরালো করেছে মস্কো।


সপ্তাহের শুরুর দিকে উত্তেজনা নিরসনে রাশিয়া কয়েকবার ইতিবাচক বার্তা দিলেও এই মুহূর্তে ফের বিপরীতে ছুটতে শুরু করেছে পেন্ডুলাম। কূটনৈতিক সমাধানের রুশ প্রস্তাবকে স্বাগত জানানো ন্যাটো প্রধান এখন বলছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও