কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওসি প্রদীপ-চুমকির দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য ২৪ ফেব্রুয়ারি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪

সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।


বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।


বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক। তিনি বলেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল আজ (১৭ ফেব্রুয়ারি)। কিন্তু ওসি প্রদীপের পক্ষে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর বিষয়ে সময় চাওয়া হয়। আদালত শুনানি শেষে সময় মঞ্জুর করেন। তবে প্রদীপের স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণে বাধা না থাকায় মামলার বাদীর আজ সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আজকে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ২৪ ফেব্রুয়ারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও