![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F02%2F17%2F1645099335476-5ca6b7e47a55fee302017ae1d6fd5ec0.jpg%3Fjadewits_media_id%3D776157)
আমরা নামলে খবর করে ছাড়বো, প্রস্তুতি নেওয়া হচ্ছে: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এইবার আমরা যখন নামবো, এদের খবর করে ছাড়বো। এই খবর করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সবার কাছে বলি এখনই সময়। এই সরকার নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় না। এই সরকার আগের মতো গুলি চালাবার সাহস পায় না।’
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে’ নাগরিক নারী ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জিনিসপত্রের দাম কমাও, আমাদের বাঁচতে দাও। সরকারের কাছে এটা আমাদের আবেদন। তারা এখন নিজেরা দাম কমাতে পারে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি নাই কমাতে না পারে, তাহলে তারা ক্ষমতায় আছে কেন?’