You have reached your daily news limit

Please log in to continue


বিজয়ের সঙ্গে রাশ্মিকার প্রেম: গুঞ্জন না সত্যি

রাশ্মিকা মন্দানাকে বলা হয় দক্ষিণ ভারতের জাতীয় ক্র্যাশ। সম্প্রতি আলোচনা ছড়ানো ‘পুষ্প: দ্য রাইজ’ ছবিতে শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির পুষ্প রাজ চরিত্রের অভিনেতা আল্লু অর্জুনের প্রেমিকা তিনি। পর্দার দুজনের রসায়ন ভক্ত-দর্শকদের মনে প্রশ্ন ছড়িয়ে দিয়েছে, বাস্তবজীবনে রাশ্মিকার ক্র্যাশ কে এখন? কার সঙ্গে প্রেম করছেন তিনি?

রাশ্মিকাকে নিয়ে আগ্রহ আর অনবরত গুগল করার কারণেই ‘জাতীয় ক্র্যাশ’ উপাধি পেয়ে গেছেন এই অভিনেত্রী। যাঁরা অতীতটা জানতে চান, গুগল করলে তাঁরা দেখবেন, ভারতের কর্ণাটকি সিনেমার অভিনেতা ও পরিচালক রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ছিল রাশ্মিকার। একসঙ্গে দুজনের নানা রকম ছবিও পাওয়া যাবে। ‘কিরিক পার্টি’ ছবির সেটে দুজনের পরিচয়, সেখান থেকে প্রেম। বেশ কিছুদিন সম্পর্ক ছিল রাশ্মিকা ও রক্ষিতের। দুজন বিয়েও করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৭ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে আংটিবদল হয় তাঁদের। কিন্তু বছরখানেক পর কেন দুজনের ছাড়াছাড়ি হয়ে গেল, সে কারণ আর জানা যায়নি। সম্পর্কটা ভাঙার জন্য ভক্তরা অবশ্য রাশ্মিকাকেই দায়ী করেছিলেন। তখনো সাবেক প্রেমিকার পক্ষে অবস্থান নিয়েছিলেন রক্ষিত শেঠি। তিনি বলেছিলেন, ‘রাশ্মিকাকে আমি দুবছর ধরে চিনি, সেটা তোমাদের অনেকের চেয়ে বেশি। কেন সে এমন করল, তার নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ রয়েছে। এভাবে রাশ্মিকার দোষ দেওয়া ঠিক হচ্ছে না। তাকে দোষারোপ করা বন্ধ করুন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন