You have reached your daily news limit

Please log in to continue


বাইশে একুশের পোশাক

৫ মে, ২০১০। জেইম ব্ল্যাক নামে কানাডার এক আদিবাসী শিল্পী সে দেশের উইনিপেগ বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন লাল রঙের পোশাক দিয়ে। নিখোঁজ ও খুন হয়ে যাওয়া কানাডিয়ান আদিবাসী নারীদের স্মরণে এ আয়োজন করেছিলেন তিনি। পরে এটি ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে।

লাল রঙের পোশাক হয়ে ওঠে শ্রদ্ধা, স্মরণ আর প্রতিবাদের মাধ্যম। ফ্যাশনজগতে এমন বহু ঘটনা আছে, যেখানে পেছনের মহৎ উদ্দেশ্যের কারণে একেকটি ইভেন্ট নিজেই হয়ে উঠেছে অনন্য। পোশাক অথবা তার রং তখন আর চোখধাঁধানো ফ্যাশন দুনিয়ায় আবদ্ধ থাকেনি। হয়ে উঠেছে সর্বজনীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন