শিশুর জলবসন্ত হলে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০১
ঋতু পরিবর্তনের নিয়ম মেনে প্রকৃতিতে এসেছে বসন্তকাল। সময়টা চিকেন পক্স বা জলবসন্তেরও মৌসুম। এটি ভ্যারিসেলা ভাইরাস সৃষ্ট অত্যন্ত ছোঁয়াচে অসুখ। ৯০ শতাংশ জলবসন্ত অনূর্ধ্ব ১০ বছর বয়সীদের হয়ে থাকে। তবে নবজাতক বয়স থেকে যেকোনো বয়সে জলবসন্ত হতে পারে। পরিবারে কেউ আক্রান্ত হলে, অন্য যারা আগে এ রোগে ভোগেনি, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত প্রবল।
মূলত জানুয়ারি থেকে মে অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে এ রোগের প্রাদুর্ভাব বাড়ে। রোগ ছড়ায় সরাসরি সংসর্গে, বাতাসে ছড়ানো ড্রপলেট থেকে, হাঁচি, কাশি, লালার সাহায্যে। জলভরা কাঁচা ফোসকায় জীবাণু থাকে। ফেটে গেলে বা খুঁটে ফেললে রোগ ছড়াতে পারে। রোগ ছড়ায় ফুসকুড়ি বেরোনোর ২৪ ঘণ্টা থেকে সমস্ত খোসা উঠে যাওয়া পর্যন্ত, যা সাধারণভাবে সাত-আট দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চিকেন পক্স
- জলবসন্ত