কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু

জাগো নিউজ ২৪ সিডনি প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১

সিডনির সমুদ্র সৈকতে হাঙরের আক্রমণে মারা গেলেন একজন সাঁতারু। জানা গেছে, তিনি যুক্তরাজ্যের নাগরিক। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে দেশটির মালাবারের বুকান পয়েন্টে, যেখানে ছোট সৈকতটি অবস্থিত। নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানায়, একজন সাতারু হাঙরের আক্রমণের শিকার হয়েছেন এমন খবর পেয়ে জরুরি সেবায় নিয়োজিত সদস্যরা সেখানে ছুটে যান।


এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা পানিতে ওই সাঁতারুর দেহের কিছু অংশের সন্ধান পায়। তাছাড়া চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টারও ওই এলাকায় পাঠানো হয়। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের পরিদর্শক লাকি ফ্রাচান বলেন, দুর্ভাগ্যবশত সে ভয়াবহ আক্রমণের শিকার হন যার কারণে চিকিৎসকরা পৌঁছানোর পর কোনো ব্যবস্থা করাই সম্ভব হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও