![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2022/02/nusrat-faria-yash-22.jpg)
কলকাতায় ফারিয়ার নতুন ছবি ‘রকস্টার’, বিপরীতে যশ
চ্যানেল আই
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২১
ঢাকার পাশাপাশি কলকাতাতেও পরিচিত নুসরাত ফারিয়া। সেখানকার প্রথমসারির নায়ক জিৎ এর সঙ্গে, বস টু, ইন্সপেক্টর নটি কে) এবং অঙ্কুশের সঙ্গে ‘আশিকী’, ‘বিবাহ অভিযান’ এর মতো জনপ্রিয় ছবি করেছেন ঢাকাই ছবির এই নায়িকা।
আবারও কলকাতার নতুন ছবি করছেন নুসরাত ফারিয়া। এবার তার নায়ক হচ্ছে যশ দাশগুপ্ত। বর্তমানে কলকাতায় আছেন নুসরাত ফারিয়া।
সেখান থেকে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, কলকাতায় ‘রকস্টার’ নামে নতুন একটি ছবি করতে যাচ্ছেন। জানান, ‘বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুটিং শুরু হয়েছে, চলবে ৩ মার্চ পর্যন্ত।’