![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F0338ae55-27db-4297-8a1f-4a7370fa501c%252FFB_IMG_1644733962388.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
শাশুড়ি স্মরণে খুশবুল শাড়ি
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯
আবদুল জলিল আর ফিরোজা খাতুনের বিয়ে হয়েছিল ১৯৬৬ সালে। বিয়েতে এত সাজগোজের বালাই তখন ছিল না। বিয়ের অনেক পরে এ দম্পতির ছেলের বউ মাশিয়াত মাসুদ লাল টুকটুকে খুশবুল শাড়ি আর তাঁর নিজের বিয়ের কিছু গয়না পরিয়ে সাজিয়ে দেন ফিরোজা খাতুনকে।
ছেলের বউয়ের বায়না মেটাতে বুড়ো বয়সে ফিরোজা খাতুন মুখে নতুন বউয়ের লাজমাখা হাসি নিয়ে ছবি তুলেছেন আবদুল জলিলের সঙ্গে। ফেসবুকের ‘ভারমিলিয়ন’ নামের পেজে এ ছবি পোস্ট করেছেন মাশিয়াত মাসুদ। লাল টুকটুকে খুশবুল শাড়িটা বানিয়েছেন পেজটির তিন উদ্যোক্তা ফেরদৌস আরা, ইফফাত আরা ও ইমতিয়াজ ইসলাম।