যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ডেলটাক্রনে আক্রান্ত রোগী শনাক্ত
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ডেলটাক্রনে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত করা হয়েছে। করোনার হাইব্রিড এই ধরন ডেলটা ও ওমিক্রনের সংযুক্তিতে তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দ্য ইউকে সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই ধরন কতটুকু সংক্রামক এবং এর উপসর্গ কেমন গুরুতর তা যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি।