প্রচুর সোনার গয়না বাপ্পি লাহিড়ির, কে পাবে সেগুলো?

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫

জীবতাবস্থায় সোনার গয়না ছাড়া একটি দিনও দেখা যায়নি সদ্য প্রয়াত সংগীত তারকা বাপ্পি লাহিড়িকে। তার অঙ্গ জুড়ে সর্বক্ষণই শোভা পেত নানা ধরনের অলংকার। গলায় রত্ন খচিত নানা ধরনের লকেটসহ চেইন, ১০ আঙুলে ১০ রকমের আংটি, কব্জি জুড়ে চওড়া মণিবন্ধ। শেষ জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছিলেন সোনার পেয়ালা!


নিজেকে সোনায় মুড়ে রাখা অভ্যাস দাঁড়িয়েছিল বাপ্পি লাহিড়ির। সোনা নাকি তার কাছে সৌভাগ্যের প্রতীক ছিল। সংস্কার আর স্বর্ণপ্রেম তাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। প্রতিটি অলংকার যাতে যত্নে থাকে, তার জন্য আলাদা করে দেখভালের লোকও নিযুক্ত করেছিলেন। সেই সহকারী নিয়মিত গয়নাগুলোর রক্ষণাবেক্ষণও করতেন।


শোনা যায়, একটি করে অ্যালবাম মুক্তি পেলেই একটি করে সোনা বা হিরের গয়না কিনতেন বাপ্পি লাহিড়ি। সংগীতশিল্পীর ধারণা ছিল, গয়না কিনলে তার গানও সোনার মতোই চমকাবে সবার হৃদয়ে। প্রতিটি গয়নার জন্য আলাদা করে বাক্সও ছিল। যেখানে দিনের শেষে পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হত যাবতীয় গয়না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও