পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন খালি সমস্যার সমাধানে করণীয়
আসন খালি রেখে এবার প্রথম বর্ষের শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়। আবার অনেক বিশ্ববিদ্যালয় বেশ কিছু বিভাগে এবার শিক্ষার্থী না-ও পেতে পারে, এমন আশঙ্কাও আছে। ঠিক এ অবস্থায় ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিপাঠ শুরু হচ্ছে। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে সেশনজট আছে।
অনেকে সব পরীক্ষা নিতে পারেনি। এসব বিশ্ববিদ্যালয় স্বাভাবিক শিক্ষাক্রমে ফিরে আসতে খুব বেশি সময় পাবে না। আবার নতুন ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতির বিষয়টিও সামনে চলে এসেছে।
শিক্ষার্থীদের ভর্তি জটিলতার পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন শূন্য থাকার বিষয়টি হতাশাজনক। বারবার অপেক্ষমাণ মেধাতালিকা প্রকাশ করার পরও আশানুরূপ শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না বলে কালের কণ্ঠে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ এরই মধ্যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির আবেদনপত্র ক্রয় করার বিধান রাখায় শিক্ষার্থীর হয়রানি ও আর্থিক খরচ বেড়েছে। এ ছাড়া ভর্তিপ্রক্রিয়ায় সময় নির্ধারণে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের হয়রানি বেড়েছে। গুচ্ছ পদ্ধতি প্রথমবারেই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। উত্তীর্ণ হওয়া অনেক শিক্ষার্থী মেধাতালিকায় থেকেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের বিষয়ে ভর্তি হতে পারছে না।
- ট্যাগ:
- মতামত
- বিশ্ববিদ্যালয় ভর্তি
- আসন সংখ্যা