You have reached your daily news limit

Please log in to continue


এইডস নেই প্রমাণ করতে যেতে হলো আদালতে, যাওয়া হলো না বিদেশ

স্বপ্ন ছিল কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফাহিম। মেডিক্যাল পরীক্ষা করান এলাইড ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানে। তাতেই তার বিদেশ যাত্রার স্বপ্ন ভেস্তে যায়। রক্ত পরীক্ষায় এইচআইভি পজিটিভ আসে। কিন্তু তারপর আরও দুই জায়গায় একই পরীক্ষায় নেগেটিভ আসে। তাতেও তার বিদেশযাত্রা হয়নি। আদালতে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর তদন্ত করে দেখতে পায় ফাহিম পজিটিভ নন। এখন তা প্রমাণে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।

গালফ কো-অপারেশন কাউন্সিল অ্যাপ্রুভড মেডিক্যাল সেন্টারস অ্যাসোসিয়েশনের (গামকা) মধ্যপ্রাচ্যে গমনে ইচ্ছুক ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর সমন্বয়কারী সংস্থা। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমানে যেতে আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিবন্ধনপত্র (স্লিপ) নিতে হয় গামকা কার্যালয় থেকে। গামকার দেওয়া নিবন্ধনপত্র নিয়ে নির্ধারিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন