কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করপোরেট বন্ডে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করবে কি

প্রথম আলো প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৩

শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের ‘বিনিয়োগ’ নিয়ে গতকাল মঙ্গলবার এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পুঁজিবাজারের কোন কোন উপাদানে বিনিয়োগকে আর্থিক প্রতিষ্ঠানের ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, এ বিষয়ে আগে কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না। তাই বিষয়টি স্পষ্টীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তারই অংশ হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের নির্দেশনা আগে থেকেই ছিল। এখন তা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নির্দিষ্ট করা হলো।


বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে আবার প্রশ্ন দেখা দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নির্দেশনার ফলে ‘উদীয়মান বন্ড’ বাজারটি আবার মার খেতে পারে। কারণ, করপোরেট বন্ডকে পুঁজিবাজারে বিনিয়োগ হিসাবের মধ্যে যুক্ত করা হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ডে বিনিয়োগে আগ্রহ হারাবে। পাশাপাশি কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি ব্রোকারেজ হাউস বা পুঁজিবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানকে গাড়ি কেনা বা ব্যবসা সম্প্রসারণ বা দৈনন্দিন প্রয়োজন মেটাতে কোনো ঋণও দেয়, সেটিও পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে ধরা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও