যুক্তরাষ্ট্রের ব্যাপারে নীতি পরিবর্তনের হুমকি তালেবানের
যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন আফগানিস্তানের ৭ বিলিয়ন ডলার ছেড়ে না দিলে দেশটির ব্যাপারে নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে বলে হুশিয়ার করেছে তালেবান। বাইডেনের এ সিদ্ধান্তকে ‘চুরি’ এবং ‘নৈতিক অবক্ষয়’ বলে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার।
সম্প্রতি জো বাইডেন প্রশাসন আফগানিস্তানের ৭ বিলিয়ন ডলারের অর্ধেক টাকা ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়ার পরিকল্পনা করছে। বাকি অর্ধেক টাকা আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে ব্যয় করা হবে।
তালেবানের সহকারি মুখপাত্র ইমানউল্লাহ সামানগানি বলেন, যদি যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে না আসে এবং উসকানিমূলক তৎপরতা অব্যাহত রাখে তাহলে আফগানিস্তানও যুক্তরাষ্ট্রের ব্যাপারে নীতি পরিবর্তন করতে বাধ্য হবে।