![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F16%2Fafgan-criket.jpg%3Fitok%3DVL9PCRP_)
২৪ ঘণ্টায় করোনা নেগেটিভ আফগান ক্রিকেটাররা
এনটিভি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫
আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনায় আক্রান্তের খবর জানা যায় গতকাল মঙ্গলবার। কিন্তু ২৪ ঘণ্টা যেতেই সেই রিপোর্ট আবার বদলেছে। কাল যারা করোনা পজিটিভ ছিলেন আজ বুধবার তাঁরা সবাই নেগেটিভ। এখন বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের পুরো দলই করোনা নেগেটিভ।
তাই অনুশীলন করতে আর কোনো বাধা নেই সফরকারী দলের ক্রিকেটারদের। সাদা বলের ক্রিকেটে দুই সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে দুদলের লড়াই। মূল লড়াই শুরুর আগে গতকাল মঙ্গলবার করোনার দুঃসংবাদ পায় আফগানিস্তান ক্রিকেট দল।